Skip to main content

Physiology --Ion Channel and Pumps / Sodium Potassium pump Part-02





Physiology --Ion Channel and Pumps / Sodium Potassium pump Part-02..








Physiology --Ion Channel and Pumps / Sodium Potassium pump Part-02..



Ion Channel and pumps

Physiology

Rupjit Banik




For Part-01 Ion Channel and pumps basic part-01.


Hello, Good people অাজকে অাবার এসে পড়লাম অাপনাদের কাছে Ion channel and pumps Part-2 or Na-K pump নিয়ে।
(Tutorial Video Below the Post)

তো গত পর্বে অামরা Ion channel অার Pump সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য অালোচনা করেছিলাম। বলুন তো জিনিসটা কী? হ্যাঁ, ঠিক ধরেছেন। Ion Channel সব সময় along the Concentration gradient কাজ করে অার Pump সব সময় against the concentration gradient কাজ করে।

এখন against the concentration gradient কিংবা uphill কাজ করতে হলে #Energy দরকার। অার Cell এর energy টা অাসলে কী? হুমম, Cell এর energy হলো ATP. অর্থাৎ ATP না ভাঙলে Energy তৈরি হবে না। তাহলে ATP কে ভাঙবে কে? ভাঙবে একটা enzyme, নাম তার ATPase. মনে রাখা সোজা, ATP কে ভাঙে ATPase..

Subscribe করুন Youtube Channel Square Doc Tutorials for more videos.


এই ATPase এর নামকরণ হয় যে electrolyte সে transport করে, সেই Electrolyte এর নামানুসারে, যেমন - Na-K ATPase.

তো অাজকে অামরা মেইনলি অালোচনা করবো Na-K pump নিয়ে। Na-K pump এ দেখা যায়, Na এর জন্য তিনটি binding site অার K এর জন্য দুইটি binding site (Site গুলো অবশ্যই Transmembrane protein এর ভেতরে থাকে). তো যখনই cell এর ভেতর থেকে Na ঐ তিনটি binding site এ এসে bind করে, তখনই ATPase enzyme টা activated হয়। এই ATPase ATP কে ভেঙে দিয়ে ADP অার একটা inorganic Phosphate (Pi) তে convert করে।


এই Inorganic Phosphate তখন Transmembrane protein এর সাথে bind করে, ফলে সেখানে একটা Confirmational change হয়।এই Change এর ফলে Transmembrane protein এর Na এর প্রতি যে affinity ছিলো, সেটা কমে যায়। ফলে ঐ তিনটা Na তাদের binding site থেকে ECF এ release হয়ে যায় ( এটা কিন্তু against the conc. gradient কারণ ECF এ Na বেশি থাকে)।


Na release হওয়ার পরপরই K এসে Transmembrane protein এর তার দুইটা binding site এ এসে bind করে। K bind করার সাথে সাথেই যে Inorganic phosphate টা Transmembrane protein এর সাথে bound অবস্থায় ছিলো, সেটা dissociate হয়ে যায়। ফলে অারেকটা confirmational change হয়।


এই Change এর ফলে Transmembrane protein এর K এর প্রতি যে affinity ছিল, সেটা কমে যায়। ফলে ২টা K যেগুলো Bound অবস্থায় ছিল, সেগুলো ICF এ released হয়ে যায় (এটাও কিন্তু against the conc. gradient কারণ ICF এ K বেশি থাকে, মানে তেলা মাথায় তেল দেয়া)

JOIN করুন Square Doc Group for update post.



এখন একটা গুরুত্বপূর্ণ Basic pearl বলে বিদায় নিই। যেহেতু ATPase একটা enzyme, সেহেতু এরা Chemically protein. এখন দেখা যায়, Protein substance গুলো extreme pH কিংবা Extreme temperature এ denatured হয়ে যায়। তখন অার এরা কাজ করতে পারে না। এজন্য body তে কোনো কারণে extreme pH হয় (যেমন: Acidosis or Alkalosis) অথবা extreme temperature (যেমন: Hyperpyrexia) হয় তখন এই ATPase এর denatured হয়ে যাওয়ার chance অাছে। ATPase denatured হয়ে গেলে কিন্তু Na-K pump কাজ করবে না। এজন্য জ্বর হলে শরীর Sponge করে দিতে হবে, extreme pH হলে তাড়াতাড়ি correction করতে হবে...

Subscribe করুন Youtube Channel Square Doc Tutorials for more videos.


* Ion Channel And Pumps Part-02




JOIN করুন Square Doc Group for update post.

Visit Our Blog For More Lecture Notessquaredoc.blogspot.com.




© Copyright 2017 SQUARE DOC




Comments

Are you satisfied?

একনজর দেখে নিই Lining Epithelium

একনজর দেখে নিই Lining Epithelium.. একনজর দেখে নিই Lining Epithelium... একনজর দেখে নিই Lining Epithelium... Lining Epithelium Histology Fojla Rahman Zia October 20 2017, 8:00 AM October 20 2017, 8:00 AM Digestive Tract: Mouth: *Dorsam Of the Tongue,Hard Plate: (একই lining) Keratinized Stratified squamous epithelium. Keratinized epithelium গুলোর কিছু তথ্য: *Keratin Proteins বেশি থাকে *আর এই cell গুলো Dry covering হিসাবে কাজ করে। Oesophagus : Non keratinized Stratified Squamous epithelium Now, Stomach, Small Intestine,Rectum All are lined by :Simple Columnar epithelium (এই cell গুলো Absorption এ help করে থাকে) Anus : Hiltons Line এর উপরে Lining :Non keratinized Stratified Squamous epithelium Hiltons line er নিচে Lining : Keratinized Stratified Squamous Epithelium এখন Gall Bladder এর lining: Simple Columnar epithelium এই ছিল Digestive Tract এর Lining... তবে Most Of the lining হল simple columnar epithelium. Circulatory system : Blood v